স্টাফ রিপোর্টার
পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ। গতকাল বুধবার বিকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের হস্তান্তর করা হয়। ফেরত নিয়ে আসাদের মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
৫৯ বিএসএফ ব্যাটালিয়নের রণঘাট বিএসএফ ক্যাম্প কমান্ডার মাটিলা বিওপি কমান্ডার’কে চিঠির মাধ্যমে অবগত করেন যে, অবৈধভাবে ২ জন বাংলাদেশী নাগরিকদেরকে বাংলাদেশ হতে ভারতে গমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিজিবি উল্লেখিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত বিকালে শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে।