জীবননগর অফিস
জীবননগরে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠিত ব্রিফিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জসীম উদ্দীন, প্রশিক্ষিকা খাদিজা খাতুন, আনসার ভিডিপি অফিসারসহ পূজায় দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য/সদস্যাগণ। চলতি বছর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৫টি স্থানে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বলেন, সব ধরনের গুজব থেকে সজাগ থাকতে হবে। গুজবের খবরসহ যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটার আগেই আমাকে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উপজেলার এমন কোন রেকর্ড নেই, অনাকাঙ্ক্ষিত ঘটনার। এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাই।