দর্শনা অফিস
দর্শনায় বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দর্শনা রেলবাজারে দর্শনা পৌর বিএনপির আয়োজনে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে এ প্রচারণা পরিচালিত হয়।
এ সময় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মশিউর রহমানের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন মাহবুব উল ইসলাম খোকন, রেজাউল ইসলাম, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, যুবদল নেতা ওসমান, রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দীন, আব্দুস সাত্তার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, সাব্বির রহমান, আরাপ খান মামুন, ছাত্রদল নেতা ফয়সাল, নাঈম, আরিফ হোসেন, সাইফ, আবিদ, সজীব ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় আলহাজ্ব মশিউর রহমান বলেন, দর্শনার জনগণ আজ পরিবর্তনের আসায় উজ্জীবিত। তারা জানে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষকে জয়ী করতেই হবে। বাবু খানই জনগণের ভরসা, বাবু খানই আগামী দিনের কান্ডারী। দর্শনার জনস্রোত প্রমাণ করছে এই মাটিতে আর স্বৈরাচার নয়, গণতন্ত্রের বিজয় হবেই ইনশাআল্লাহ।