স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুর ও প্রাগপুর গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেন। এসময় তিনি বলেন, এই দেশকে সোনার বাংলা গড়তে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। একটি সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সবার। আমরা চাই এমন একটি দেশ, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটবে, কৃষক, শ্রমিক, শিক্ষক ও ব্যবসায়ীরা তাদের প্রাপ্য অধিকার পাবে। বাংলাদেশকে সেই পথে এগিয়ে নিতে হলে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। তাই আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করুন এবং আমাদের সংসদ পরিচালনার সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, আমরা জনগণের সঙ্গে মিলেই একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো, যেটি সত্যিকারের সোনার বাংলাদেশ হবে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর হোসাইন মোহাম্মদ টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি কাইমুউদ্দিন হিরক, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, গাংনী ও আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন, নায়েবে আমীর সেলিম রেজা, থানা সেক্টেটারী কামরুল হাসান সোহেল, আইন ও প্রশাসন বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া, চুয়াডাঙ্গা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন, সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান, ৪ নং ওয়ার্ড আমীর মাওলানা মনিরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।