আলমডাঙ্গার কৃতি সন্তান দেশের অন্যতম শিল্পপতি গিরিধারী লাল মোদির পরলোক গমনবিভিন্ন মহলের শোক

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার কৃতি সন্তান আলমডাঙ্গা পৌর এলাকার রথতলা নিবাসী প্রখ্যাত শিল্পপতি, সমাজসেবক ও দানবীর উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক গিরিধারী লাল মোদি পরলোক গমন করেন। গত বুধবার বিকেল চারটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরলোক গমনকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গিরিধারী লাল মোদি ছিলেন আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ব্যবসায়ী স্বর্গীয় দোয়ারকা প্রাসাদ মোদির জ্যেষ্ঠপুত্র। শিল্পপতির পাশাপাশি তিনি একজন সমাজহিতৈষী ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত ছিলেন।
আলমডাঙ্গা কালীমন্দির নির্মাণ, শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পুনঃনির্মাণ ও আধুনিকায়নসহ বহু ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ছিল তাঁর অসামান্য অবদান। এলাকার নামযজ্ঞ অনুষ্ঠানে তিনি নিয়মিত চাঁদা প্রদান ও আয়োজন তদারকিতে সক্রিয়ভাবে জড়িত থাকতেন। অর্থ, বস্ত্রদানসহ বিভিন্ন দান-খয়রাতের মাধ্যমে তাঁর উদার মানসিকতার পরিচয় সর্বত্র মিলেছে।
ব্যক্তিজীবনে গিরিধারী লাল মোদি ছিলেন ১ পুত্র ও ২ কন্যার জনক। এলাকার বিশিষ্ট শিল্পপতি ও কিংবদন্তি এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, গিরিধারী লাল মোদির পরলোক গমনে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা -১ আসন থেকে সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, বিজিএমইএ-এর সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাসুদ পারভেজ রাসেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *