ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে মাঠ পর্যায়ে কাজ করে যাওয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদেরকে নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার কোটচাঁদপুর উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বেলা ১১টার সময় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার আল-মামুন সহ ইউনিয়ন সিটিসি’র সকল সদস্য বৃন্দ।
উক্ত দ্বি-মাসিক সমন্বয় সভায় বক্তব্য প্রদানকালে ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার আল-মামুন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সম্পর্কে উপস্থিত সকলকে ধারণা প্রদান করেন এবং আশ্বাস প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, মানব পাচারের বর্তমান ধরণ ও কৌশলসহ মানব পাচারের ধাপসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এছাড়াও বক্তব্যে ইউপি চেয়ারম্যান ও সিটিসি কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন- বর্তমান সময়ে মানব পাচার একটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। এই ভয়াবহ অপরাধ দমন করতে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। আমরা আমাদের ইউনিয়নের সকল সিটিসি সদস্যরা আমাদের এই এলাঙ্গী ইউনিয়ন থেকে মানব পাচারের সাথে জড়িত সকল দালাল চক্রকে সম্মিলিতভাবে প্রতিহত করব।
উল্লেখ্য-মানব পাচার প্রতিরোধে আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগীতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রুপান্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।