আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় সরকারি সার নির্ধারিত এলাকার বাইরে বেশি দামে বিক্রি করার অভিযোগে এক খুচরা সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
জানা গেছে, উপজেলার গাংনী ইউনিয়নের বড় গাংনী বাজারের রোমান স্টোরের স্বত্বাধিকারী এস আর রহমান খুচরা সার ও সিমেন্ট ব্যবসা করে আসছিলেন। স্থানীয় কৃষকদের কাছে দীর্ঘদিন তিনি সরকারি দামে সার বিক্রি করলেও সম্প্রতি নিয়ম ভেঙে পাশের গ্রামের নান্দবার বাজারে ডিএপি সার ১০৫০ টাকার পরিবর্তে ১৫০০ টাকায় বিক্রি শুরু করেন।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনে ৪০ বস্তা ডিএপি সার নান্দবার বাজারে নেওয়ার সময় স্থানীয়দের নজরে আসে। পরে নসিমন চালক সুজন আলী জানান, তিনি বড় গাংনী বাজারের এস আর রহমানের গুদাম থেকে সারগুলো নান্দবার বাজারে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, কোনো ডিলার বা খুচরা বিক্রেতা নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি করতে পারবেন না। এ ঘটনায় জব্দ করা সার বৃহস্পতিবার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ ধারা অনুযায়ী এস আর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।
আলমডাঙ্গায় সরকারি সার কালোবাজারির অপরাধে খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
