স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় দিনব্যাপী বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেন। গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, পাইলট গার্লস স্কুলের শিক্ষকদের সাথে আলমডাঙ্গা আলিয়া মাদ্রাসায় মতবিনিময় কালে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এসময় তিনি বলেন, উপরোক্ত কথা বলেন, এজন্য পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর পরামর্শ দেন “শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা একটি প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। আমরা যদি শিক্ষকদের শক্তিশালী করি, তবে আগামী প্রজন্ম একটি সুশিক্ষিত, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর সন্ধ্যায় আলমডাঙ্গা কাপড়পট্টিতে ব্যবসায়ীদের মতবিনিময় করেন। ব্যবসা বান্ধব পরিবেশ গঠনে ব্যবসায়ীদের পরামর্শ দেন। সুযোগ পেলে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে উদ্যোগ নেওয়া হবে। একই সাথে ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি এবং চাঁদাবাজি ও হয়রানি থেকে মুক্ত একটি বাণিজ্যবান্ধব সমাজ গড়ার দাবি জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের উদ্দিন, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, জেলা যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলমডাঙ্গায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের সাথে মতবিনিময়কালে অ্যাড. রাসেল
