জীবননগরের ভৈরব নদের প্রবল স্রোতে এবার ভেঙ্গে পড়লো সন্তোসপুর গ্রামের ব্রীজ ভোগান্তিতে সাত গ্রামের মানুষ

জীবননগর অফিস
ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগরের সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙ্গে প্রবল স্রোতে এবার ভেঙ্গে পড়েছে সন্তোসপুর গ্রামে প্রবেশের একমাত্র ব্রীজ। প্রবল স্রোতে এর আগে ভেঙ্গেছে ভৈরব নদীর ওপর মনোহরপুর গ্রামের একটি ব্রীজ। গত মঙ্গলবার রাতে কোন এক সময় সন্তোসপুর বাসস্ট্যান্ডের নিকট ব্রীজটি ভেঙ্গে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সন্তোসপুরসহ মানিকপুর, রাজাপুর, রতিরামপুর, সিংনগর, ধোপাখালী ও মাধবখালী গ্রামের হাজার হাজার মানুষ। কৃষকদের কৃষি পণ্য ও ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। কর্মব্যস্ত মানুষজন অনেকটা ঝুঁকি নিয়েই ভাঙ্গা ব্রীজের ওপর দিয়ে পায়ে হেটে চলাচল করছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বীজের একটি অংশ ভেঙ্গে পড়ে গেছে। এছাড়াও ব্রীজের চারিপাশে ফাটল দেখা গেছে। যখন তখন সম্পূর্ণ ব্রীজ টি ভেঙ্গে পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ব্রীজ টি ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সরজমিনে পরিদর্শনে আসেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন হোসেন।
এসময় তিনি বলেন, ভৈরব নদের পানির প্রবল স্রোতে দুইদিন আগে মনোহরপুর গ্রামের একটি ব্রীজ ভেঙ্গে গেছে। আজকে আবার সন্তোসপুর গ্রামের ব্রীজটি ভেঙ্গে গেছে।ব্রীজ টি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা দ্রুতই এর একটা ব্যবস্থা করে দেবে। আর এখন মানুষ যেন যাতায়াত করতে পারে সেজন্য বিকল্প ব্যবস্থা কি করা যেতে পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।
জীবননগর প্রকৌশলী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ব্রীজ টি ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে আমরা দেখতে এসেছি। এই ব্রিজটি স্বাধীনতা যুদ্ধের পরপরই নির্মান করা। এটা আমাদের এলজিডি ডিপার্টমেন্ট থেকে করা ছিলো না। এটা পানি উন্নয়ন বোর্ড থেকে করা হয়েছে। এই ব্রীজের ওপর দিয়ে আমাদের একটা রাস্তা চলে গেছে। প্রাথমিকভাবে ব্রীজের যে অবস্থা দেখলাম তাতে করে এটা মেরামত যোগ্য না। নতুন করে ব্রীজ নির্মাণ করতে হবে। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নতুন ব্রীজের জন্য প্রস্তাব পাঠাবো। তবে সময় লাগবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, জীবননগর প্রেসক্লাবের আহবায়ক রিপন হোসেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার সহ অনেকে। গ্রামবাসী ও পথচারীরা ব্রীজটি পুননির্মাণের জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *