মেহেরপুর অফিস
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, হিন্দু, মুসলিম, খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, ধর্মের নামে একটি বিশেষ শ্রেণি বাংলাদেশে অপস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করছে। নিজেদের মধ্যে হিংসা লাগিয়ে দেওয়া হচ্ছে। দেশেকে সুন্দর করতে হলে দেশের সকল মানুষকে গুরুত্ব দিতে হবে। হিন্দু, মুসলিম, খৃষ্টানসহ প্রতিটি ধর্মে শান্তির কথা বলা আছে কিন্তু আমরা সে কথা মানছি না। আমাদের সকলের দায়িত্ব শান্তিপূর্ণ অবস্থায় থাকা কোন গোষ্ঠীর প্রলোভনে উস্কানি দেওয়া নয়। অনেকেই না জানার কারণে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। সবার আগে আমাদের দেশের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ অবস্থায় থাকতে হবে।
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত
