জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতার করেছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে জুনায়েদ হোসেন জনি(২৬), কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে বিপ্লব(৩০), একই গ্রামের, তুহিন ইসলামের স্ত্রী জেসমিন আক্তার(৩৮), মোশাররফ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন(৫২) আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতাল গ্রামের জিয়াউল সর্দারের স্ত্রী শাকিলা আক্তার পাখি(৪৪) ও একই গ্রামের আনারুল সর্দারের স্ত্রী শিউলি খাতুন(৩৭)।
জীবননগর থানার চৌকস অফিসার এসআই হাসান আলী, এএসআই আহসান হাবিব, আব্দুস সালাম, জসিম উদ্দিন, হেমায়েত হোসেন হিমু ও সেলিম রেজা জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর, কাশিপুর ও কুলতালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামী দের কে আটক করে।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।