স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে গৌতম কুমার বিশ্বাসের পদায়নের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে স্থানীয় নাগরিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে সমির হোসেন বলেন, “চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। পাবনাতে একই স্থানে চার বছর থেকে এএসপি থেকে এসপি পর্যন্ত পদোন্নতি লাভ করেন। এটি স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক প্রভাবের ফল। নির্বাচন সামনে রেখে সীমান্তবর্তী জেলায় বিতর্কিত একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। তিনি আরও বলেন, বর্তমান এসপি দায়িত্ব পালন করেছেন নিরপেক্ষ ও মানবিকভাবে। তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের অভিযোগ ছিল না। তাই আমরা চাই পূর্ববর্তী এসপিকেই বহাল রাখা হোক কিংবা এমন একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক যিনি মানবিক গুণাবলীর জন্য স্বীকৃত। নতুন এসপি দায়িত্ব গ্রহণ করলে তার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। তিনি যদি মানবিকভাবে দায়িত্ব পালন করেন, আমরা মেনে নেব। কিন্তু পুরনো ধারা অনুসরণ করলে কঠোর আন্দোলন করা হবে।”
এবি পার্টির জেলা আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন বক্তব্যে বলেন, গত ১১ সেপ্টেম্বর গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ অতীতে তিনি বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দমন করেছিলেন তথ্য সংবাদপত্রেই এসেছে। জুলাই অভ্যুত্থানের পর আমরা যে রাষ্ট্র চাইছি সেখানে নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের প্রয়োজন। বর্তমান এসপি দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন, এজন্য আমরা তাকে অভিনন্দন জানাই। কিন্তু নতুন নিয়োগ পাওয়া এসপিকে চুয়াডাঙ্গায় মেনে নেওয়া যায় না। সীমান্তবর্তী জেলার নিরাপত্তার স্বার্থেই আমরা তার প্রত্যাহার দাবি করছি। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
মানববন্ধনে বক্তারা স্পষ্ট করে বলেন, গৌতম কুমার বিশ্বাসের পদায়ন যদি বাতিল না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র করা হবে। উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এক কণ্ঠে তার নিয়োগের আদেশ প্রত্যাহারের দাবি জানান। চুয়াডাঙ্গাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন এবি পার্টির আহবায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক রফিউল কাদির, সদস্য সচিব মোঃ আলি রুসদী মজনু, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, চুয়াডাঙ্গা জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী কেলে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান প্রমুখ।