স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়ণ শীপ-২০২৫ এর হোম এন্ড এওয়ে ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা ডিএফের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি এখলাছ উদ্দিন সুজন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, চুয়াডাঙ্গা ডিএফএর সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারী ফেডারেশনের নির্বাহী সদস্য সোহেল আকরাম, সাবেক ফুটবলার ও কৃতি এ্যাথলেট মিজানুর রহমান মিজান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাবেক ফুটবলার টিপু সুলতান, চুয়াডাঙ্গা জেলা দলের কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সহকারী কোচ তরিকুল ইসলাম তরু, টিম ম্যানেজার সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজী, টিম অফিসিয়াল সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার অহবায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের আহবায়ক মতিয়ার রহমান মিশর, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মোল্লা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক ফুটবলার, আশাবুল হক আশা, মোহন, দামুড়হুদা চক্রবাক ক্লাবের সভাপতি হারুন অর রশিদ মাস্টার, ডা: রবিউল ইসলাম, ডা: মোখলেসুর রহমান প্রমুখ।

হোম অ্যান্ড এওয়ে ভিত্তিক ন্যাশনাল চ্যাম্পিয়ন শীপের খেলায় সফরকারি ঝিনাইদহ জেলা দল ২-১ গোলে স্বাগতিক চুয়াডাঙ্গা কে পরাজিত করেছে। ঝিনাইদহ জেলা দলের পক্ষে খেলার ৫৩ মিনিটে ২৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন চুয়াডাঙ্গার জালে বল জড়িয়ে জয়ের পথে এক ধাপ এগিয়ে নেন ঝিনাইদহ জেলা দলকে। এর ঠিক ৮ মিনিটের মাথায় খেলার ৬৪ মিনিটে আবারো কর্নার কিক থেকে পাওয়া বলে ঝিনাইদহ জেলা দলের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুর রহমান দুর্দান্ত এক গোল করে স্কোর বাড়ায় ২-০ তে। তবে প্রথমার্ধ ও দ্বিতীযার্ধ মিলিয়ে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দলের খেলোয়াড়রা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। খেলার শেষ দিকে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দল কিছুটা ছন্দে ফিরে একটি গোল করে ব্যবধান নিয়ে আসে ২-১। চুয়াডাঙ্গা জেলা দলের পক্ষে খেলার ৭৬ মিনিটে ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তৌফিক ওমর একমাত্র গোলটি করে চুয়াডাঙ্গার দর্শকদের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। কিন্তু শেষ দিকে এসে আবারো বেশ কয়েকটি সুযোগ পেলেও চুয়াডাঙ্গা জেলা দল সেখান থেকেও ব্যবধান সমতায় আনতে পারেনি। নির্ধারিত সময়ের খেলার শেষ সেকেন্ডের বাঁশি বাজিয়ে বাফুফের তালিকাভুক্ত ম্যাচ রেফারি শরিফ আহমেদ চুয়াডাঙ্গা পর্বের সমাপ্তি আনেন। ফলে শেষ পর্যন্ত সফরকারি ঝিনাইদহ জেলা দল ২-১ গোলে জয় লাভ করে। গতকালের খেলাটি পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারি সিলেটের শরীফ আহমেদ, বরিশালের আব্দুর রহিম মুন্সী, সাতক্ষীরার রাহুল সরকার, খুলনার সুমন রেজা ও ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরার পার্থ প্রতীম মন্ডল।