চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে অনলাইন জুয়ার দৌরাত্ম্য, হুমকিতে যুবসমাজ

স্টাফ রিপোর্টার

দিন দিন যেন বেড়েই চলেছে চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার প্রকোপ। এটি যেন মহামারীর মত ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে। এতে হুমকির মুখে পড়ছে যুবসমাজ। গ্রামের নিম্ন আয়ের মানুষেরা আসক্ত হয়ে পড়েছে অনলাইন জুয়ায়। দেখা গেছে, নিম্ন আয়ের মানুষেরা হঠাৎ অধিক অর্থ লাভের আশায় জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার সাইটে। মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অনলাইন জুয়ার নানা রকম চটকদার বিজ্ঞাপন। অনেকেই এসব বিজ্ঞাপন দেখে জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারাচ্ছেন। তেমনি একজন চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা কামাল হোসেন। তিনি বলেন, আমি পেশায় একজন দিনমজুর। সোশ্যাল মিডিয়াতে নানান রকমের বিজ্ঞাপন দেখে আসক্ত হয়ে পড়ি অনলাইন জুয়ায়। এই অনলাইন জুয়ায় এই পর্যন্ত প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা খুইয়েছি। তবে বেশ কিছুদিন হলো আমি এই অনলাইন জুয়া থেকে বেরিয়ে এসেছি। এই খেলার ক্ষতিকর দিকগুলো জানার পরে কেউই এই খেলা খেলতে চাইবে না। এই খেলাগুলো সবই এজেন্টের হাতে। তারা ঠিকই জানে কখন আপনাকে টাকা দিতে হবে এবং কখন টাকা নিতে হবে না। অনলাইন জুয়ার আইডি খোলার পর প্রথমদিকে ভালো লাভ করা যায়। আর এই কারণেই মানুষ বেশি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। পরে অধিক টাকা নষ্ট হওয়ার পর সেই টাকা উসুল করার জন্য আরও টাকা বিনিয়োগ করে। আর এভাবেই মানুষ জড়িয়ে যায় অনলাইন জুয়ার ফাঁদে।

সদর উপজেলার আরেক বাসিন্দা টিটু আহমেদ বলেন, আমিও এক সময় প্রায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গিয়েছিলাম। তবে এই খেলার ক্ষতিকর দিকগুলো দেখার পরে বেশিদিন খেলিনি। এখন আমি সচেতন মহলের একজন। অন্য কেউ অনলাইন জুয়া খেলতে চাইলে তাদেরকে নিষেধ করি। সকলের সচেতনতাই পারে জুয়াকে নিষিদ্ধ করে দিতে।

এ বিষয়ে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করলে জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বলেন, প্রথম পর্যায়ে প্রতিরোধটা পরিবার থেকেই আসতে হবে। আমরা সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছি, কিন্তু একবারও খোঁজ নিচ্ছি না যে সন্তান এই ফোনে কি করছে?  এখানেই আমাদের ভুল। অনেকেই হাতে ফোন পেয়ে কৌতুহলবসত অনলাইন জুয়ার সাইটে প্রবেশ করছে। পরে ধীরে ধীরে আসক্ত হয়ে যাচ্ছে। সকল পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। অনলাইন জুয়ার আসক্তি কমাতে পরিবারের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনলাইন জোয়ার প্রকোপ কমাতে প্রশাসনের অধিক তৎপরতা প্রয়োজন। সারা দেশব্যাপী যেভাবে অনলাইন জুয়ার প্রকোপ বেড়েছে, যদি সঠিক সময়ে প্রশাসন এই লাগাম না টেনে ধরে তবে তা ভয়াবহ রূপ নিতে পারে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে। বিশেষ করে ডিবি পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে সর্বদাই কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। কেউ অনলাইন জুয়ার এজেন্ট বা জুয়ায় আসক্ত এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *