স্টাফ রিপোর্টার
জীবননগর আন্দুলবাড়ীয়ায় আলহাজ্ব সংগঠনের সাথে মতবিনিময়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছে, জমিন আল্লাহর এখানে আইন চলবে আল্লাহর শনিবার সকাল ১০ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখা কার্যালয়ে তিনি সকল হাজীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে হাজী সংগঠন এর সদস্যদের উদ্দেশ্য তিনি আরো বলেন- আল্লাহ আমাদের হজ্বের জন্য কবুল করেছেন তার কাবা ঘর তাওয়াফ করার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হজ্ব শেষে এখনো দুনিয়ায় বাচিয়ে রেখেছেন এবং যতদিন বাচিয়ে রাখে আমরা যেন ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলে আমাদের জীবন পরিচালনা করি। আমরা কোন সময় ইসলাম বিরধী কোন কাজ যেন না করি, এর জন্য আমাদের বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এমন কোন কাজ করা যাবে না যেন আমাদের দুনিয়ায় লাঞ্চিত হতে না হই আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় পড়েতে না হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, ইউনিয়ন আমীর হাজী আব্দুর রহমান মাষ্টার, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শরিফুল ইসলাম, ইউনিয়ন অর্থ সম্পাদক সম্পাদক হাজী আজিজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জীবননগর আন্দুলবাড়ীয়ায় মতবিনিময়ে জেলা আমির অ্যাড. রুহুল আমিন
