দর্শনা অফিস
দর্শনা বাউল পরিষদের আয়োজনে ও তাদের নিজস্ব কার্যলয়ে গতকাল শনিবার ভাটির পুরুষ বাউল সম্রাট শাহ আঃ করিমের ১৬ তম তীরধান মৃত্যু দিবস পালিত হয়েছে। সংগঠনের সিনিয়র সদস্য আঃ ছাত্তার এর সভাপতিত্বে শাহ আঃ করিমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন বাউল পরিষদের সভাপতি ও বিটিভির লোকসংগীত শিল্পী বিশিষ্ট লোকসংগঠক মনিরুজ্জামান ধীরু বাউল, সংগীত ম্যানেজার কামাল আহম্মেদ, সোহেল আহম্মেদ, মনিরুদ্দিন। আলোচনা শেষে বাউল পরিষদের শিল্পীরা সম্মিলিত কন্ঠে শাহ আঃ করিমের লেখা ও সুরকরা বিখ্যাত কয়েকটি গান পরিবেশন করেন। এ সময় সংগঠনের সিনিয়র সদস্য সেলিম হোসেন, মেহেদি হাসান, সমির আলি, রমজান আলি, জাকারিয়া মন্ডল, ঝন্টু মিয়া, সাইদুর রহমান, সংগীত শিক্ষক জহিরুল ইসলাম, শহিদ হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দর্শনা বাউল পরিষদ করিম সাঁইজির ১৬ তম তীরধান দিবস পালিত
