স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেলপাড়ায় অনুষ্ঠিত যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা আনন্দ জোয়ার্দ্দার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে খুদে ফুটবলার পর্বে বাগানপাড়া আদর একাদশ ১-০ গোলে রেলপাড়া জুনিয়ার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । চ্যাম্পিয়ন আদর একাদশের পক্ষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে আদর। টুর্নামেন্টের সিনিয়র পর্বে রেলপাড়া একাদশ টাইব্রেকারে সোহান একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রেলপাড়া একাদশের পক্ষে লুৎফর রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে।
ফাইনাল খেলা শেষে ব্যতিক্রমী ও জমজমাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের পরিচালক রবিউল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে দু-পর্বের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের দলের হাতে পুরস্কার, প্রাইজ মানি ও পাতিহাঁস তুলে দেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সিনিয়র রিপোর্টার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষে আরো উপস্থিত ছিলেন আব্দুল মমিন, ইউসুফ ও সোহাগ। টুর্নামেন্টের সিনিয়র পর্বে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা রেলপাড়া একাদশের খেলায় অংশগ্রহণ করেন নিরব, লুৎফর রহমান, মোমিন, আরাফাত, মানিক,ফারা, সোহান, সিয়াম,বিপ্লব ও বাঁধন। ফাইনাল খেলা দুটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক নায়ক সোহেল রানা।