স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিজিবি অভিযান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিজিবি এ অভিযান পরিচালনা করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ঘটনার সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ নতুনপাড়া বিওপি’র সীমান্ত ৬৭/এমপি হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ সুখী এর বাড়ির পার্শ্ব হতে হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামীবিহীন ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।