মেহেরপুর অফিস
মেহেরপুর জেলা হতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন ০৯ জন হ্যালো পুলিশের চাকরি। সেবার ব্রতে চাকরি এই শ্লোগানে শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা পুলিশ লাইনে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি। এ সময় ১২০ টাকায় চাকরি পেয়ে আনন্দ প্রকাশ করেন সুপারিশ প্রাপ্ত পুলিশ সদস্যেরাও তার অভিভাবকেরা।