চুয়াডাঙ্গায় মেধার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে ১৬জন তরুণ-তরুণীর নিয়োগ লাভ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মেধার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে ১৬জন তরুণ-তরুণী নিয়োগ লাভ করেছেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ কার্যক্রমে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ১৬জন তরুণ-তরুণী। নিয়োগের সকল প্রক্রিয়া মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে ১২০ টাকা। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ আগস্ট ২০২৫ তারিখ সকাল হতে নিয়োগ কমিটি ১ম ধাপে চাকুরী প্রার্থীদের মধ্য থেকে চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ) কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় সর্বমোট ২৮৪জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করে।

গতকাল বুধবার ১০ সেপ্টেম্বর সকাল ৯টায় পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৪৬জন পুরুষ ও ৪জন নারী প্রার্থীসহ মোট ৫০জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ১৪ জন পুরুষ ও ২জন নারী প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬জন তরুণ-তরুণীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে গতকাল বুধবার রাত ৮টায় নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গা পুলিশ খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এ সময় চুড়ান্তভাবে উত্তীর্ণ তরুণ-তরুণীরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন যশোর ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আহসান হাবীব, মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিমমহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *