অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১৩ জন বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার 

অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি মহশেপুর সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে ১৩ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭ জন ভারত থেকে বাংলাদেশে আসার সময় ও ৬ জন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক হয়। এছাড়াও জীবননগর উপজেলার পেয়ারতলা এলাকা থেকে ইয়াবাসহ তরিকুল ইসলাম নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

                ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি হতে ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাতলা কাজীপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে অভিযানে উপজেলার পুরাতন লক্ষ্মীপুর গ্রামের আব্দুল গনির ছেলে মো: তরিকুল ইসলাম (২৬) আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও মোবাইলসহ আসামীকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

                অপরদিকে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মহেশপুর শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার ৬০/১৫২-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামে হাবিলদার মো: হেলাল উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৭ জন (পুরুষ-৫, নারী-১ এবং শিশু-১) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ৫ পুরুষ, ১ জন নারী  ও ১ জন শিশু রয়েছে।

আটককৃত পুরুষ সদস্যরা হলো- মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামের আনোয়ার হোসেন (৩৩), যশোর জেলার শিয়ালঘোনা গ্রামের অমিত কুমার (৩৫), নড়াইল জেলার পোড়লী গ্রামের আজিম শেখ (২৭), রাজবাড়ি জেলার মাক্কনরায়েরপাড়ার শাহরিয়ার আসফাত (২৫) ও ঢাকা জেলার সবুজবাগ থানার মানিকনগর গ্রামের নাজির (৩৪)।

এদিকে মঙ্গলবার রাত ৮টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩১-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের সালামের কলা বাগানের মধ্যে হতে হাবিলদার মো: ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এছাড়াও গতকাল বুধবার ভোর রাত ৫টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার ৫১/৫-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামে হাবিলদার মো: ফরিদুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটক পুরুষ সদস্য হচ্ছে মানিকগঞ্জ জেলার পাচথুবী গ্রামের সমীর চন্দ্র সরকার (৪৫)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *