শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। নির্ধারিত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে রয়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বিকেলে জানান, দুপুর তিনটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে।

তিনি আরও জানান, চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে।

এদিকে ছোটখাটো অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ডাকসুর ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।

ভোট পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার সাংবাদিকদের তারা বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সবাই ভোট দিচ্ছে; এটা খুবই আশাব্যঞ্জক। সবার অংশগ্রহণ এই নির্বাচনকে স্মরণীয় করে রাখবে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে ইউটিএল প্রতিনিধিরা বলেন, দু-একটা ক্ষেত্রে কিছু ব্যত্যয় পাওয়া গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা রয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে শিক্ষার্থীদের কিছু বোঝার ভুল রয়েছে। যারা প্রার্থী তারা কেন্দ্রে ঢুকতে পারবে। আর ১০০ মিটারের বাইরে ভোটার স্লিপ দিতে পারবে। ১০০ মিটারের ভেতরে হলে তা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। তবে সবকিছু মিলিয়ে সুন্দর নির্বাচন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *