চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করল বিএসএফ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমিত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ । আজ মঙ্গলবার দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্টের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১২ জন নারী -পুরুষ ও শিশুকে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাজমুল হাসান জানান, সীমান্তের ৭৬ নং মেইন পিলারের নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে। তারা হলো : সাতক্ষীরা জেলার বিলবকছড়া গ্রামের মৃত মতিলাল বাসারের মেয়ে আবিতা সরকার (৫৪), খুলনা জেলার নেহালপুর গ্রামের মোঃ আব্দুর রহমান শেখের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৪), কুষ্টিয়া জেলার মথুরাপুর গ্রামের সুলতান আলী মন্ডলের ছেলে মোঃ কামাল হোসেন (৩৩), বগুড়া জেলার দেওটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুস সালাম (২০), সাতক্ষীরা জেলার দেয়া গ্রামের সায়েদ আলী গাজীর ছেলে মোঃ আব্দুল কাদের (২৭), যশোর জেলার ফরিদপুর গ্রামের মৃত মোঃ কামাল শেখের ছেলে মোঃ কাওছার শেখ(২৪), সাতক্ষীরা জেলার আন্দুলপোতা গ্রামের নিত্যানন্দ মিস্ত্রির ছেলে ঠাকুর পদ মিস্ত্রি (৩৫), মাদারীপুর জেলার শ্রীকৃষ্ণদী গ্রামের মতলেব মোল্লার ছেলে মোঃ কবির মোল্লা (৩৮), খুলনা জেলার হোগলবুনিয়া গ্রামের ভূপতি কুমার মন্ডলের মেয়ে সুইটি বালা (৩৫) ও তার শিশু কন্যা, নরসিংদী জেলার বাদারপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সাহাদাদ হোসেন (২৬) এবং নরসিংদী জেলার বদুয়ারচর গ্রামের মোঃ রশিদ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩২)।

বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *