গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দিল্লিতে বৈঠক

অনলাইন ডেস্ক


গঙ্গা নদীর চুক্তি নবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা যোগ দেবেন।

সূত্র জানায়, ঢাকার পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল নয়াদিল্লির বৈঠকে যোগ দিচ্ছেন। বৈঠকে মূল আলোচনা হবে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন।

বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে প্রতি বছর দুবার করে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়। সে অনুযায়ী চলতি বছরের মার্চে দুপক্ষের মধ্যে দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। গঙ্গা ছাড়া আর কোনো নদীর পানি বণ্টনের চুক্তি হয়নি। তিস্তার পানি বণ্টনের প্রশ্ন এখনও অমীমাংসিত। এর প্রধান কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতা ও তার আপত্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *