স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাজাপ্রাপ্ত সুজয় দাস (২৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া গ্রামের শ্রী জগো কুমার দাস ও শ্রীমতি চন্দনী রানী দাসের ছেলে। অন্যদিকে সাজাপ্রাপ্ত রিদয় মিয়া (২৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামের রজব আলী ও সেলিনা বেগমের ছেলে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম সদর থানাধীন হকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।