চুয়াডাঙ্গায় বড়বাজারে দু’পক্ষের মারামারিতে একজন জখম, পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার নিচের বাজারে তুচ্ছ ঘটনায় দুই ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে সোহেল নামের এক ভুড়ি ব্যবসায়ী ও গরুর মাংস ব্যবসায়ী ইসমাইল হোসেন আহত হয়েছেন। দুজনই সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিচের বাজারে মাংস পট্টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ সংবাদকর্মীদের নিকট পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। আহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত. সাদা মিয়ার ছেলে ও আহত ইসমাইল হোসেন (৪৫) পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার শাহাবুদ্দিনের ছেলে।

আহত ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, নিচের বাজারে মাংস পট্টির ৩ নং দোকানে গরুর মাংস বিক্রি করি। সোহেল আমার পাশেই ভুড়ি ও গরুর মাথা বিক্রি করতো। প্রায় ৬-৭ মাস না আসায় পাশের জায়গায়টি ফাকা অবস্থায় ছিল। আজ আমার ছেলে ইয়াছিন এই ফাকা স্থানে ভুড়ি ও গরুর মাথা বিক্রি করছিল। এ নিয়ে সোহেলের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সোহেল আমাকে কলার চেপে কিল-ঘুষি মারতে থাকে। এতে আমি আঘাতপ্রাপ্ত হই। আহত সোহেলের ভাই বলেন, মাংস ব্যবসায়ী ইসমাইলের নিকট সোহেলের পাওনা টাকা চাওয়ায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইসমাইলের ছেলে ইয়াসিন সোহেলের হাতে ছুরি দিয়ে আঘাত করে। এতে সোহেল রক্তাক্ত জখম হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মারামারির ঘটনাটি জেনেছি। আহত ব্যক্তিকে থানায় এসে অভিযোগ বা মামলার জন্য বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *