স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে এক বাংলাদেশীকে ফেরত দেয়া হয়েছে। গত শনিবার বিকালে খোসালপুর সীমান্ত দিয়ে ওই বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় বিয়ার ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল রবিবার বেলা দেড়টার দিকে মাটিলা বিওপি’র মেইন পিলার-৫১/৫-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের মোঃ আব্দুল আলীম এর ধান ক্ষেতের মধ্যে হতে সুবেদার শরীফ মনিরুজ্জামান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৬২ ক্যান ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার ৫৮/১-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামে নায়েব সুবেদার মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৭৫ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে শনিবার বেলা ১টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ কুমারীপাড়া ক্যাম্প কমান্ডার খোসালপুর বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ফেনী জেলার পদুয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে আবদুল মান্নান (৩৫) বিএসএফ এর হাতে আটক রয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিকাল ৫টার দিকে শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট ওই বাংলাদেশীকে গ্রহন করা হয়।