আইলহাঁস ইউনিয়নে জামায়াত নেতা অ্যাড. রাসেলের নির্বাচনী গণসংযোগ

আলমডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গত শনিবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি লিয়াকত আলীর নেতৃত্বে এবং সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বলেশ্বরপুর,  হোসেনপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন । গণসংযোগকালে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যাডভোকেট রাসেল এবং দলীয় নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’র পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। তরুণ, যুবক ও প্রবীণদের কাছ থেকেও তিনি উষ্ণ সাড়া পান। এ্যাডভোকেট রাসেল বলেন, আলহাস ইউনিয়নের মানুষের জন্য ন্যায়, উন্নয়ন এবং জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন পেলে এই অঞ্চলে প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো। গণসংযোগে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, খাসকররা ইউনিয়নের সহ-সভাপতি সমিরুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *