আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় চোরাই গরুসহ ২ গরু চোরকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গার থানার গড়গড়ি ঈদগাহ মাঠ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত গরু চোর হলো ছোটপুটিমারী গ্রামের নেয়ামত মন্ডলের ছেলে আসাদুল ইসলাম (৫২) ও দক্ষিন গোবিন্দপুর গ্রামের ইতবার আলীর ছেলে আসাদুল হক (৫৫)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা থানার আঠারোখাদা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম(৪৫) লিখিত অভিযোগে বলেন, গত ১ সেপ্টেম্বর রাতে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে লালচে কালো রংয়ের ১টি এড়ে গরু উপরোক্ত আসামীদ্বয় চুরি করে নিয়ে যায়। ৩ দিন বিভিন্ন জায়গায় খোজাখুজি করে গরুর সন্ধ্যান মিলাতে পারেনি। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার গড়গড়ি ঈদগাহ মাঠ এলাকায় দুই গরু চোর আসাদুল ইসলাম ও আসাদুল হককে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। থানায় নিয়ে গরু চোরদের জিঞ্জাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে। চোরদের দেওয়া তথ্য মতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার হাকিমপুর এলাকা হতে বাদীর চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।