উথলীতে পুকুরে রহস্যময় প্রাণীর উপস্থিতি, পুকুরপাড়ে উৎসুক জনতার ভিড়

উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি পুকুরে রহস্যময় প্রাণী ভেসে উঠছে বলে খবর ছড়িয়ে পড়েছে। অদ্ভুত আকৃতির এ প্রাণীটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের শতশত মানুষ।
স্থানীয়দের কেউ বলছেন এটি ভোঁদড়, আবার কেউ দাবি করছে এটি ধেঁড়ে প্রাণী। এরা মাছ খেতে পুকুরে এসেছে। তবে প্রাণীটির সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুকুরপাড়ে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণীটি হঠাৎ পানির ওপরে ভেসে ওঠে আবার কিছুক্ষণ পর ডুবে যায়। এই কারণে অনেকেই সেটি দেখার সুযোগ পাচ্ছেন না। এমনকি উপস্থিত এক দর্শনার্থী জানান, তিনি এক ঘণ্টা অপেক্ষা করেও কিছুই দেখতে পাননি। গ্রামজুড়ে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ কৌতূহলবশত পুকুরপাড়ে ভিড় করছেন, আবার কেউ প্রাণীটির আসল পরিচয় জানতে চেষ্টা করছেন।
এক নারী জানিয়েছেন, দুই দিন শুনছি পুকুরে কি যেনো একটা এসেছে। সেটা দেখার জন্য আমার প্রতিবেশী সবাই এসেছে। তাদের সাথে আমিও এসেছি। কিন্তু এখনো পর্যন্ত কিছুই দেখতে পাইনি।
পার্শ্ববর্তী পুকুরের মালিক রাশেদ উদ্দিন জানিয়েছেন, কয়েকদিন আগে দুপুরে কয়েকজন মহিলা গোসল করতে নেমে কি একটা প্রাণী দেখেছে। মহিলা গুলো সেটা মহল্লায় প্রচার করে। এখন এই খবর সারা এলাকায় ছড়িয়ে গেছে। প্রতিদিন শতশত মানুষ আসছে পুকুর পাড়ে। বিশেষ করে মহিলা মানুষ বেশি আসছে। এতে পুকুরের পাড় ভেঙ্গে যাচ্ছে। অনেক নিষেধ করা পরেও তাদের ঠেকানো যাচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *