দামুড়হুদা অফিস
দামুড়হুদার হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ডুগডুগী বাজার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যলিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুগডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এসময় তিনি বলেন, এই দলের জন্ম হয়েছে দেশের মানুষের অধিকার রক্ষার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজও গণতন্ত্রের জন্য লড়াই করছি এবং ভবিষ্যতেও করব। বিএনপি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আজকের এই দিনে আমরা নতুন করে শপথ গ্রহণ করছি যে, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান এর প্রাণবন্ত সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহববায়ক শাকিল আহমেদ, হাউলী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ হাউলী ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতা স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।