স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জুবায়ের খান, কৃষক, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন
তিনি বলেন, কৃষি প্রধান এই এলাকায় কৃষকদের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষায় কাজ করব ইনশাআল্লাহ। কৃষকরা ভালো থাকলে দেশের উন্নয়নও এগিয়ে যাবে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে খেলাফত মজলিসের এই প্রার্থী আরও বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে এই অভিশাপ থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমন করে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা হবে। এছাড়া শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতিও দেন। গণসংযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা অংশ নিয়ে ভোটারদের কাছে দলের নীতিমালা ও অঙ্গীকার তুলে ধরেন।
কার্পাসডাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণায় জুবায়ের খাঁন
