বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৪ টায়  চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি  সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম,আর মুকুল, সহ- সভাপতি ইকরামুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মনিরুজ্জামান লিপটন, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ,  সদর উপজেলা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মহাবুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এম্এ হাসান, সদর উপজেলা ওলামা দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হাজি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হাসান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, নবগঠিত মাকালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গনী সামদানী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সম্পাদক লাল্টু, পবিত্র কুরআন তেলওয়াত করেন আলোদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও  সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবাদত হোসেন।

                আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোর্ট মোড়, চৌরাস্তা মোড়, পৌরসভা মোড় হয়ে কবরী রোড দিয়ে সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *