আলমডাঙ্গায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আলমডাঙ্গা অফিস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার বিকাল ৪টায় আলমডাঙ্গা শহরের এরশাদ মঞ্চ থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিন  শেষে আবার এরশাদ মঞ্চ চত্বরে উপস্থিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও র‌্যালি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন জোয়ার্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

আলোচনা সভা ও র‌্যালিতে শরীফ বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রত্যয়ী। ৪৭ বছরের এই রাজনৈতিক যাত্রায় বিএনপি দেশের জনগণের ভালোবাসায় যেমন সিক্ত হয়েছে, তেমনি বারবার ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের শক্তি।”

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, বেগম খালেদা জিয়া’র নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমান-এর দিকনির্দেশনায় বিএনপি আজও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় আপোষহীন।

চুয়াডাঙ্গার মাটি থেকে আমরা শপথ নিচ্ছি দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। দেশের মানুষ এখন অপেক্ষায় আছে, তারা আর কোন অবৈধ সরকারকে চায় না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আদর্শিকভাবে দৃঢ় থেকে, সাংগঠনিক শক্তি বাড়িয়ে আন্দোলনকে তীব্র করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এছাড়া আলোচনা সভা ও র‌্যালি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা কৃষকদলের আহবায়ক জামাল সাদিক পিন্টু, সদস্য সচিব ডা.ইদ্রিসুর রহমান. উপজেলা বিএনপির সহ-সধারন সম্পাদক হাজী মকবুল হোসেন, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, আসিফ আল নুর তামিম, মকলেছুর রহমান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা ছাত্র দলের সভাপতি মোমিন মালিথা, পৌর কৃষকদলের সভাপতি মামুন, সদস্য সচিব প্রিন্স,ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে আবদার আলী, বুলবুল সিরাজি সালাম, আলম শাহ, পলাশ আহমেদ, আমজাদ হোসেন, কামাল হোসেন, আইনাল হক, আলমগীর  হোসেন লালন, রফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজা, হারুন অর রশিদ, রাজিব ফেরদৌস পাপেন, মহসিন আলী, সেরেগুল ইসলাম, লালন মিয়া, সেলিম উদ্দিন, আইনাল হক, টিপু সুলতান, আতাউল হুদা, মনির উদ্দিন, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান বকুল, শুকুর আলী, সাহীদুদ্দোজা মিল্টন, আলাউদ্দিন খান,  বোরহান উদ্দিন, শাহিন রেজা, পৌর মহিলা দলের আহবায়ক জিনিয়া পারভীন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে রহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম বাবু, হাফিজুর রহমান চমক, আব্দুল হক মিন্টু, আব্দুল জব্বার, লিপন, আবু সালেহ মাসুদ, আবু জাফর, আব্দুর রশিদ মালিথা, আব্দুল আওয়াল মিন্টু, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, আজম আলী, বরকত আলী, আলতাফ হোসেন, আলিম উদ্দিন, আমিনুল হক নান্নু,  মুন্সি আইয়ুব আলী, আরজান আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, রাজু আহমেদ, পৌর সেচ্ছাসেবক সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমনসহ আলমডাঙ্গা উপজেলা ও পৗর বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে উপজেলা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *