দর্শনা অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দর্শনা পৌর কমিউনিটি কাম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান। নাসির উদ্দিন খেদু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিত জোয়ার্দ্দার, পৌর যুবদলের সভাপতি জালাল উদ্দিন লিটন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মোহন ও মোর্শেদুর রহমান লিংকন সহ প্রমূখ। দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা গর্ব ও মর্যাদার সাথে উদযাপন করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামী পতাকা। আজকের এই সমাবেশে আপনারা যেভাবে বিপুলভাবে অংশ নিয়েছেন—তা প্রমাণ করে, বিএনপি এখনও জনগণের হৃদয়ের দল।

আমাদের দায়িত্ব হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সবাই মিলেই সেই লক্ষ্য অর্জন করব, ইনশাআল্লাহ।