স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দীর্ঘ দিন যাবত হাসপাতাল অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থা, দুর্গন্ধ পরিবেশে মানুষের চিকিৎসা নিতে বেগ পেতে হয়। হাসপাতালের এমন করুন দুর্দশা যেন সুস্থ মানুষ হাসপাতালে গেলে অসুস্থ রোগী হয়েই ফেরেন। ঠিক সেই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি হাসপাতালের পরিবেশ উন্নয়নে উদ্যোগ গ্রহণ করে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনকালে শরিফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অপরিষ্কার পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। রোগীরা দুর্গন্ধে হাসপাতালে ঢুকতেও পারেন না। একটি হাসপাতাল যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেখান থেকে অসুস্থ হয়ে বের হওয়া অত্যন্ত দুঃখজনক। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের উদ্যোগে হাসপাতাল পরিষ্কার করব। এখানে পরিচ্ছন্নতাকর্মীর অভাব আছে জেনে আমি আজ থেকেই তিনজন কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছি। তাদের বেতন-ভাতা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বহন করবে। এখন থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে। যদি আজকের ভিতরেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়, তাহলে অবশিষ্ট কাজ আমরা কালকে সম্পন্ন করব। হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করব আমরা কিন্তু এটি রক্ষা করার দায়িত্ব হাসপাতালের তত্ত্বাবধায়ক এর উপরে অর্পণ করলাম। হাসপাতাল যেন পরিচ্ছন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার, পেডিয়াট্রিক কনসালটেন্ট ডা. আসাদুল হক মালিক খোকন, অর্থপেডিক কনসালটেন্ট ডা. মিলনুর রহমান মিলন, ড্যাবের সভাপতি ডা. হাসানুজ্জামান নুপুর।
দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব মো: আজিজুর রহমান আজিজুল, যুগ্ম আহ্বায়ক লালন সরদার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কনক, সদস্য আরমান হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আহমেদ প্রমুখ।