স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার কুলচারা গ্রামে শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করলের জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭নং ওয়ার্ডে কুলাচারা গ্রামে হিন্দু সম্পাদায়ের শ্রী শ্রী দুর্গা মন্দির এর স্থাপনার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- কুলচারা শ্রী শ্রী দুর্গা মন্দির এর সভাপতি লক্ষ্মণ সেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সহ-সভাপতি ও পৌরসভার ৭নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, আলাউদ্দীন, আবু বক্কর, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, আব্দুল গনী, হাফিজুর রহমান, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার, সাংগঠনিক সম্পাদক বাবুল কুমার, মিলন কুমার পরামানিক, কিশোর কুমার, মহল্লা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ।