দর্শনা পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন

দর্শনা অফিস

দর্শনা পৌরসভার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান। গত সোমবার বেলা ১১ টার সময় দর্শনা মজিবনগর সড়ক থেকে ফুড গোডাউন হয়ে ঈশ্বরচন্দ্রপুর রোড়ে রাস্তা উচু করণসহ নতুন নির্মান কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি’র প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামের চুয়াডাঙ্গা জেলা সহকারি সেক্রেটারী আব্দুল কাদের, চুয়াডাঙ্গা জেলা বৈষমী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ন আহবায়ক তানভীর অনিক, পৌর প্রকৌশলী সাজেদুল আলম, প্রফেসর আজিজুর রহমান, পৌর বিএনপি সমন্বয় শফিউল ইসলাম তোতা, দর্শনা পৌর কার্য সহকারী হারুন অর রশিদ, পৌর করনির্ধারক জাহিদুল ইসলামসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। কে এইচ তাসফিকুর রহমান বলেন, দর্শনা পৌরসভা একটি গুরুত্বপূর্ণ শহর এই শহরের রাস্তাঘাট গুলো চকচকে ঝকঝকে হওয়ার প্রয়োজন আমরা চেষ্টা করছি দর্শনা পৌরসভাকে নতুন ভাবে সাজাতে সেই লক্ষ্যে এই রাস্তার সহ বিভিন্ন মহল্লায় ড্রেন কালভার্ট ফ্লাট সলিং সহ নানা ধরণে উন্নয়নমূলক কাজ চলমান  রয়েছে। কাজের গুণগত মান যাচাই করার জন্য এলাকা ভিত্তিক বিভিন্ন নেতা কর্মীরা খোঁজ খবর রাখবেন। দেখবেন সিডিউল মোতাবেক কাজ হচ্ছে কিনা। সিডিউল মোতাবেক কাজ না হলে সরাসরি আমার নাম্বারে ফোন দেবেন। আমি যত দ্রুত সম্ভব ঘটনা স্থলে এসে তদন্ত-পূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *