গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলুর দায়িত্বগ্রহণ

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারি শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটি তাকে এ দায়িত্ব প্রদান করেছে। গাংনী পাইলট (মডেল) মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি সাকিল আহমাদ স্বাক্ষরিত পত্রে গতকাল মঙ্গলবার থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব অর্পণের বিষয়ে সভাপতির আদেশপত্রে বলা হয়েছে, মুস্তাফিজুর রহমান বাবলু দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাই কমিটির সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্বভারের মেয়াদকাল অব্যহত থাকবে। মোস্তাফিজুর রহমান বাবলু গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বশীল নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত। বাংলাদেশ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ায় মুস্তাফিজুর রহমান বাবলুকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *