মুজিবনগরে মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মেহেরপুর অফিস

মুজিবনগরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪০০ জন কৃষকে ৫ কেজি মাসকলাই এর বীজ ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুজিবনগর এর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক প্রিন্স মুন্সি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *