পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় দুস্থ অসহায় মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ১৯২ জন দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক নাজমুল হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ সচিব জিয়াউর রহমান জিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার ক্রেডিট সুপারভাইজার হারুন অর রশিদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী, রাজু, হাসমত আলী, আহমেদ, ওয়ার্ড মহিলা সদস্য মালেকা খাতুন, ৭, ৮, ৯নং ওয়ার্ড মহিলা সদস্য কল্পনা খাতুন,আব্দুল হালিম, হাসানুজ্জামান, রেজাউল সহ অন্যান্য সকল ওয়ার্ড সদস্য মেম্বার, এছাড়া গ্রাম পুলিশ অন্যান্য সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।