জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩৭ (দুইশত সাইত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের ঘাটপাড়ার জসিম উদ্দীনের বসত বাড়ি থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এর সার্বিক দিক নির্দেশনায় ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হরিহরনগর গ্রামের জসিমের বাড়ি হতে ফেলে যাওয়া ২৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭৪ হাজার টাকা। পলাতক আসামী জসিম একই গ্রামের বুলে মিয়ার ছেলে। পলাতক আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।