দর্শনা অফিস
দর্শনা কেরু চিনিকলের আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দিন ব্যাপি দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের অধীন জমিতে ২০২৫/২৬ সালের আখ রোপন মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রতিনিধি ও কেরুচিনিকলের বিভাগীয় প্রধান স্ব স্ব খামার ইনচার্জ আখচাষী ও সংশ্লিষ্ট এলাকার সিডিএ গন উপস্থিত ছিলেন। গত বছরের তুলনায এ বছর আখ রোপন ৫শ’ একর বেশী করার পরিকল্পনা রয়েছে বলে কতৃপক্ষ সাংবাদিকদের জানালেন।
কেরুর কৃষি বিভাগ জানান, ঐদিন সকাল ১১ টার দিকে কেরু চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসি এম এ দামুড়হুদা সাবজোনের লোকনাথপুর গ্রামের আখচাষী লিপু শাহার জমিতে আখ রোপন ও আখের বেড তৈরির মধ্যে দিয়ে এ রোপর মৌসুমের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পপর্যায়ক্রমে উথলি গ্রামের শামীম হোসেনের জমিতে, মনোহরপুর গ্রামের ডাঃ ডাবলু মিয়ার জমিতে, কেরুর আকন্দবাড়িয়া পরীক্ষা মুলক খামারের জমিতে, ফুরসেদপুর খামার ও আড়িয়া কৃষি খামার সহ ৮২ টি স্থানে আখ রোপন করা হয়। চিনিকলের মহা ব্যাবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া জানান এ মৌসুমে মিল এলাকায় মোট ৬ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে, এর মধ্যে মিল এলাকার চাষীরা ৪ হাজার ৩ শ ৬৫ একর জমিতে এবং কেরুর কৃষি খামারে ১ হাজার ৬ শ ৩৫ একর জমিতে আখ রোপনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। যা গত বছরের তুলনায় এ বছর ৫ শ একর জমিতে বেশী আখ রোপনের চিন্তা করা হয়েছে। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের( সিপিসিআর) জনাব আনোয়ার হোসেন, কেরুর মহা- ব্যাবস্থাপক (কারখানা) সুমন কুমার,মহা- ব্যাবস্থাপক (অর্থ) আঃ ছাত্তার, মহা- ব্যাবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক শরীফ গালিব, ব্যাবস্থাপক (খামার), সুমন কুমার সাহা, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, ডিজিএম (সম্প্রসারন) মাহাবুবুর রহমান, আড়িয়া খামার ইনচার্জ ওমর ফারুক, ফুরশেদপুর খামার ইনচার্জ আঃ মোতালেব, আকন্দবাড়িয়া পরিক্ষা মুলক খামারের ভারপ্রাপ্ত ইনচার্জ বাবলুর রশিদ, কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলি, আখচাষী আফজালুর রহমান, ডাঃ ডাবলু মিয়াসহ স্ব স্ব ইউনিটের সি ডি এ গন উপস্থিত ছিলেন।