মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে অস্ত্রসহ গ্রেফতারের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতারা। সোমবার দুপুরে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজামান বাবলুর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে পাঠ করেন বিএনপি নেতা সুরেভী আলভী।
এসময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন “গোলাম মোস্তফা ডাকু একজন লড়াকু কর্মী। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা থাকলেও কোনো সময় তাকে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয়নি। বর্তমান সরকারের ষড়যন্ত্রমূলক পদক্ষেপে তাকে জড়ানো হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ বানচালের জন্যই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করে ডাকুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে যারা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে গ্রেফতারের নাটক সাজিয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান সেলিম, নুরুজ্জামান হকা, নুরুল হক, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুলসহ বিএনপি নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গতকাল সোমবার ভোরে সেনাবাহিনী ও র্যাব-১২ গাংনী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা ডাকুকে আটক করে। এসময় তার বাড়িতে বাজারের ব্যাগে একটি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।