চুয়াডাঙ্গার খেজুরতলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে মোটরসাইকেলের ধাক্কা স্কুলছাত্র আহত, রাজশাহী রেফার্ড

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গার সদর উপজেলার খেজুরতলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে আকিব (১৬) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে খেজুরতলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। আহত আকিব, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘড়ি গ্রামের পুকুরপাড়ার শরিফুল ইসলামের ছেলে এবং সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক্টর রাস্তার পাশে দাঁড়িয়ে বালি আনলোড করছিলো। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল এসে ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক স্কুলছাত্র আকিব গুরুতর আহত হয়। তার মোটরসাইকেলের গতি প্রায় ৭০ কিলোমিটার ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
পরিবারের সদস্যরা জানায়, সকালে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল আকিব। পরে খবর পেয়ে সদর হাসপাতালে এসে দেখে ছেলে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল কাদের বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে নিয়ে আসে। তার একটি হাত ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে আহত আকিবকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন তার পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *