চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৫ দিনে ৫৮ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে ৫ দিনে প্রায় ৫৮ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য উদ্ধার করেছে। গতকাল রবিবার বিকালে চুয়াডাঙ্গা -৬বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গত ২৭ থেকে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বড়বলদিয়া এবং ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়। একই সময়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৫৭ লাখ ৭১ হাজার ২০০ টাকা মূল্যমানের বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য এবং অবৈধভাবে রক্ষিত চায়না জাল জব্দ করা হয়।


উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৯ বোতল ভারতীয় মদ, ৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩ কেজি ভারতীয় গাজা, ৩ হাজার পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২১ পিস ভারতীয় শাড়ী, ১২ পিস থ্রীপিস, ২০২ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ২০০ পিস চায়না দুয়ারী জাল, ৫০০ কেজি চায়না কারেন্ট জাল এবং ১৮০ কেজি ভারতীয় পেঁয়াজ ছাড়াও রয়েছে ভারতীয় খাদ্য দ্রব্য। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *