স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা কামিল মাদরাসার গভর্নিং বডির প্রয়াত সদস্য রুহুল আমিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রয়াত অভিভাবক সদস্য রুহুল আমীনের কর্মময় জীবনের উপর আলোকপাত করে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গভর্নিং বডির সহ-সভাপতি হাবিবুর রহমান সাদিদ, বিদ্যুৎসাহী সদস্য বিপুল হাসান হ্যাজি, মতিউর রহমান, অভিভাবক সদস্য আব্দুল বাতেন বিন মানসুর, রাশেদুল ইসলাম রাশেদ, শিক্ষক প্রতিনিধি শরিফুল ইসলাম, আবু জায়েদ আনছারী ও মাসুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ খালিদ সাইফুল্লাহসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলি।