স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত বুধবার বিকাল ৫টার দিকে বিজিবি খোসালপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ৮ জন নারী, পুরুষ ও শিশু কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল ভোর রাত ৪টার দিকে জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত পিলার-৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মোঃ জামাল হোসেনের পেঁপে বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ মনির হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন বেলা ১১ টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুষাডাংগা গ্রামে নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে বুধবার বিকাল ৫টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৮ জন (পুরুষ-২, নারী-২ এবং শিশু-৪) জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। আটক পুরুষ সদস্যরা হলো ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রকি মোদক (৩৬) ও শ্রী রাজেশ চন্দ্র মোদক (৩৭)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।