আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তার বদলির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীনের আকস্মিক বদলির প্রতিবাদে রাস্তায় নেমেছেন শতাধিক কৃষক। বদলি আদেশকে “অযৌক্তিক” ও “ষড়যন্ত্রমূলক” দাবি করে। গতকাল বুধবার বিকেল ৫টায় উপজেলার হাইরোডস্থ আলিফ উদ্দিন মোড়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

                জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেহেনা পারভীনের বদলির আদেশ জারি করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কৃষক সমাজ ক্ষোভ প্রকাশ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই রেহেনা পারভীন মাঠপর্যায়ে কৃষকদের পাশে থেকে আধুনিক কৃষি প্রযুক্তি ও কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনেন। বিশেষ করে সার ডিলারদের অনিয়ম, মজুতদারি ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। এর ফলেই একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত প্রভাব খাটিয়ে এই বদলির আদেশ আদায় করে।

মানববন্ধনে বক্তারা বলেন, রেহেনা পারভীন কেবল একজন কর্মকর্তা নন, তিনি কৃষকদের ভরসা। তার বদলির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কৃষক স্বার্থে আঘাত হানা হয়েছে। পরে কৃষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানায়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *