দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মিশন পল্লির আটচালাঘর প্রাঙ্গনে কবির স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল হাসেম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও নজরুল স্মৃতি সংসদের আহবায়ক সামসুল আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগনিক সম্পাদক ও নজরুল স্মৃতি সংসদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুটুল, আটচালাঘর মালিক প্রকৃত বিশ্বাস বকুল, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, সাজিবর রহমান মেম্বার, মাহবুর রহমান মেম্বার, আব্দুল মালেক, শাহাজুল, রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, শিক্ষক মনিরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তি আপেল উদ্দিন মেম্বার, কবি আব্দুল গনি, কৃষকদল নেতা তোতাম, যুবদল নেতা আসাদ, নজরুল স্মৃতি সাহিত্য সংসদ (অন লাইন গ্রুপ) এর প্রধান উপদেষ্টা কেরু এন্ড কোম্পানির সাবেক ডি,জি এম খালেকুজ্জামান, সভাপতি শিক্ষক আকলিমা খাতুন, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নিশাত শারমিন সোনিয়া। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওঃ আব্দুর রশিদ।